চাঁদপুর

চাঁদপুরে ই-পাসপোর্ট কার্যক্রম

চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জামান জানিয়েছেন, ‘আগামী মাস থেকে চাঁদপুরে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হবে।’ সরকা এ বিষয়ে সংশ্লিষ্ট দফতর কাজ করছে।

বুধবার ৮ জানুয়ারি সকাল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

চাঁদপুরে বেসরকারি হাসপাতাল গুলোর প্রসঙ্গে তিনি বলেন, গর্ভবতী মহিলাদের হাসপাতালে ভর্তি করাতে স্বামী এবং স্ত্রী উভয়ের জাতীয় পরিচয় পত্র জমা নিয়ে ভর্তি করাতে হবে। যাতে করে হাসপাতালে ভর্তিকৃত কেউ কোন প্রকার ঝামেলায় না পড়ে।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মোঃ জামাল হোসেনর সঞ্চালনায় সভায় আরোও বক্তব্য রাখেন, এনএসআইয়ের যুগ্ন-পরিচালক মোঃ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলোওয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস বেগম, মতলব দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মোঃ আবু রায়হান, প্রেসক্লাবের সভাপতি মোঃ ইকরাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আহসান উল্ল্যাহ, আঞ্চলিক পাসপোর্ট উপ-পরিচালক মো. তাজ বিল্লাহ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ফরিদ উদ্দিন প্রমুখ।

প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, ৯ জানুয়ারি ২০২০

Share