চাঁদপুর

চাঁদপুরে ই-নামজারী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভুমি সংস্কার বোর্ড,একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) প্রধানমন্ত্রী কার্যালয় ও চাঁদপুর সদর ভুমি অফিসের আয়োজনে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার পরিষদ মিলনায়তনে চাঁদপুরে ই-নামজারী সিস্টেম ব্যবহারকারীদের ৪ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল বলেন,‘প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। প্রশিক্ষণের মাধ্যমে অজানা কিছু তথ্য এর মাধ্যমে জানা যায়।যা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। একজন প্রশিক্ষণ নেয়া ব্যক্তি তার কর্মক্ষেত্রে ভালো স্থান তৈরি করতে পারে। তাই জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যে প্রশিক্ষণ নেয়া সকলের প্রয়োজন। আপনাদের জনগণের সেবারমান আরও বাড়িয়ে দিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে ই-সিস্টেম ব্যবহারকারীরা আরো অনেক সহজে সমাধান করতে পারবেন।’এ সময় জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে ওপরও দিক নির্দেশনামূলক বক্তব্য বাখেন ।

সদরের নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.মাসুদ হোসেন । চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি )অভিষেক দাসের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো.হারুনুর রশিদ ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা বিশ্বনাথ দাস ।

কোরআন তেলোওয়াত করেন মো.সায়োর হোসেন ও গীতা পাঠ করেন দীপ নারায়ণ চক্রবর্তী । ২৩ জন সহকারী ভূমি কর্মকর্তা প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

প্রতিবেদক :আনোয়ারুল হ্ক
আপডেট, বাংলাদেশ সময় ৭:১৫ পিএম,৬ অক্টোবর ২০১৭,শুক্রবার
এজি

Share