উপজেলা সংবাদ

চাঁদপুরে ইয়াবাসহ দু’যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর:

চাঁদপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ১০ পিচ ইয়াবাসহ দু’যুবককে আটক করা হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার মুন্সিরহাট বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর সদর উপজেলার ধনপর্দি গ্রামের কাওসার ও আব্দুল কাদিরকে ইয়াবাসহ চাঁদপুরের মুন্সিরহাট বাজার থেকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়।

চাঁদপুর টাইমস/ডিএইচ/এমআরআর/২০১৫

আপডেট:   বাংলাদেশ সময়  ০৫:০১ অপরাহ্ন, ২২ জুন ২০১৫, সোমবার

 

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share