Home / চাঁদপুর / চাঁদপুরে ইয়াবাসহ আটক ২
চাঁদপুরে ইয়াবাসহ আটক ২

চাঁদপুরে ইয়াবাসহ আটক ২

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২০ পিচ ইয়াবাসহ দু’জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো চাঁদপুর শহরের ১২ নং ওয়াডের নাজির পাড়া এলাকার দেওয়ান বাড়ির ফারুক দেওয়ান ছেলে ফয়সাল দেওয়ান প্রকাশ এলেন (২৮) ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মজিপুর গ্রামের এলাহীবক্স বাড়ির এবং চাঁদপুর শহরের ১২নং ওয়ার্ডের নাজিরপাড়া এলাকার সর্দার বাড়ীর ইসমাইল সর্দারের ভাড়াটিয়া বাচ্চু মিয়ার ছেলে রাজু মিয়া (২৮)।

চাঁদপুর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খন্দকার ইসমাইল হোসেন সঙ্গীয় র্ফোস নিয়ে চাঁদপুর শহরের আবাসিক হোটেল আকবরী থেকে ২৫ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করে।

গোয়েন্দা পুলিশ আরো জানায়, চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মাঝি বাড়ি মালেক মাঝির ছেলে পলাতক আসামী রুবেল মাঝি ওরফে ইটালী রুবেল কাজ থেকে ক্রয় করে ইয়াবা বিক্রি করার উদ্দেশ্য রাখে।

বুধবার তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করলে আদালত জেলহাজতে প্রেরণ করেন।

স্টাফ করেসপন্ডেন্ট :

|| আপডেট: ০৮:০৫ পিএম,২৮ অক্টোবর ২০১৫, বুধবার

 এমআরআর