চাঁদপুরে ইসলামী যুব আন্দোলন যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুজ জাহের আরেফি চাঁদপুরে সফরকালে তাকে এ দায়িত্ব প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইমরানসহ জেলা ও উপজেলার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
নতুন দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, “ব্যক্তি জীবন থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাওয়াই প্রতিটি মুমিনের ঈমানি দায়িত্ব। দীন প্রতিষ্ঠার এই স্বপ্ন নিয়েই আমার পথচলা।”
তিনি আরও বলেন, “৫৪ বছরের জঞ্জাল দূর করে একটি নতুন সমাজ বিনির্মাণের সময় এসেছে। আগামীর জাতীয় নির্বাচনে মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে হবে। কেউ যদি মানুষের ভোট ও ভাতের অধিকার হরণ করতে চায়, তবে চাঁদপুরের যুবসমাজকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে—ইনশাআল্লাহ।”
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
২৪ জানুয়ারি ২০২৬