চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের ‘দাওয়াতি মাস’ কার্যক্রমের উদ্বোধন

চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের ‘দাওয়াতি মাস’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে একযোগে সমগ্র জেলায় এই সাংগঠনিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

চাঁদপুর শহরের বিপনীবাগ এলাকায় দাওয়াতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মো. জয়নাল আবেদীন।

উদ্বোধনকালে তিনি বলেন, উন্নয়নশীল কল্যাণ রাষ্ট্র গঠনে নীতি নৈতিকতা ও আদর্শিক পরিবর্তন প্রয়োজন। বর্তমানে আমাদের দেশের যুবসমাজ মাদক সন্ত্রাসের দিকে ধাবিত হচ্ছে। যদি নৈতিকতাসম্পন্ন আদর্শিক যুবসমাজ গড়ে তোলা না যায়, তাহলে এদেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, ইসলামী যুব আন্দোলন মাসব্যাপী দাওয়াতি মাসের যে কার্যক্রম শুরু করেছে, এর মাধ্যমে প্রত্যেকটা যুবকের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় আদর্শিক যুব সমাজ গড়ে তোলায় ভূমিকা রাখবে।

চাঁদপুর জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম নিজামের পরিচালনায় দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন।

এসময় ইসলামী যুব আন্দোলন জেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১ ফেব্রুয়ারি ২০২২

Share