ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাঁদপুর জেলা শাখার আয়োজনে সিয়াম, তাকওয়া ও সাদাকাহ শীর্ষক অলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ মে) বিকেলে চাঁদপুর শহরের জোড় পুকুর পাড় এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংকে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল্লা জোনের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ও জোন প্রধান মোঃ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা হেড অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ফরেন রেমিটেন্স সার্ভিসেস ডিভিসন এ কে এম মাহবুব মোরশেদ।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাঁদপুরের এসিসটেন্ট প্রজেক্ট অফিসার শেখ বেলালের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন মদীনা বিশ্ববিদ্যালয়ের মোবাল্লেগ মাওলানা আ ন ম নুরুর রহমান আল-মাদানী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাঁদপুর শাখার এসএভিপি এন্ড হেড অব ব্রাঞ্চ মোঃ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সুভাষ চন্দ্র রায়, রফ রফ লঞ্চের পরিচারক বারেক হাজী, চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড: শাহাজাহান মিয়াসহ ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ।
প্রতিবেদক : শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur