Home / চাঁদপুর / চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি
চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি

চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ অক্টোরর) সকালে কালীবাড়ি বাইতুল আমিন শ্বপথ চত্বরে সমাবেশ, বিক্ষোভ মিছিল করেছে।

জাতীয় শিক্ষানীতি-২০১০ ও প্রস্তাবিত শিক্ষা আইন -২০১৬, বিতর্কিত সিলেবাস বাতিল এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল আমিন। জয়েন্ট সেক্রেটারি মাও. ইয়াসীন রাশেদসানীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শাখার সেক্রেটারি জননেতা শেখ মো. জয়নাল আবদিন, সাংগঠনিক সম্পাদক মাও. বেলাল হোসাইন, ছাত্র যুব বিষয়ক সম্পাদক মো. শাহজামাল গাজী সোহাগ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. মামুনুর রশিদ বেলাল খান, দফতর সম্পাদক মাও. হেলাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাও. আনোয়ার আল নোমান, সদর উপজেলার সভাপতি আলহাজ্ব জামিল আহমেদ জাকির, ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি পীরজাদা মাও. আফসার উদ্দিন, সাধারন সম্পাদক মো.আবুল বাসার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. রিয়াজুর রহমান, সাধারন সম্পাদক শেখ রায়হান মোহাম্মদ আকতার, চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি মো. মহসিন হোসেন, সিনিয়র সহ -সভাপতি শামীম আজাদ, সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মো. আনোয়ার হোসেনসহ সকল সহযোগী সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

জাতীয় শিক্ষানীতি ২০১০ এবং প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ তে শিক্ষামন্ত্রী সিলেবাসে যা বিষয়বস্তু সংযুক্ত করেছেন এবং ইসলামের যেসব বাদ দিয়েছেন তা লেখে ইসলামী আন্দোলনের নেতারা সর্ব সাধারণের কাছে লিফলেট বিতরণ করেছেন।

মিছিল শেষ করে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে নেজারত ডেপুটি কালেক্টর কাজী মো. মোহসীন উজ্জ¦ল তা গ্রহণ করেন।

: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ পিএম, ২০ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply