চাঁদপুরে ইলিশ সংরক্ষণের দায়ে নারীকে কারাদণ্ড

চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজার এলাকায় ইলিশ সংরক্ষণ করে রাখার দায়ে এক নারীকে ভ্রাম্যামাণ আদালতে ২০ দিনের করাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা এ দণ্ডাদেশ দেন। ।

দণ্ডপ্রাপ্ত নারী হলেন, চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজার এলাকার তাফাজ্জল বেপারীর স্ত্রী হোসেনয়ারা বেগম।

জানাযায়,‘ বুধবার ১১এপ্রিল বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমার নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানার এস.আই মো: মফিজুল ৎ,এএসআই সেলিম ও দেলোয়ারসহ সঙ্গীয় র্ফোস নিয়ে হোসেনয়ারা বেগমের ঘরের পাশে থেকে ৬০ কেজি ইলিশসহ হোসনেয়ারা বেগমকে আটক করে।

আটকের সময় হোসেনয়ারা বেগম মহিলা পুলিশ সদস্যদের সাথে মারমুখী আচরণ করেছে বলে জানিয়েছে পুলিশ।

পরে জব্দকৃত জাটকা ইলিশ কোল্ড স্টোরেজে জমা দেয় হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জানান , ‘ইলিশ রক্ষায় কাউকে ছাড় দেয়া হবে না । আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, জাটকা ইলিশ রক্ষায় নদীর মার্চ-এপ্রিল দু’মাস সকল প্রকার মাছ ধরা,পরিবহন ও সংরক্ষণ করা নিষিদ্ধ করছে সরকার ।

প্রতিবেদক- আনোয়ারুল হক

Share