চাঁদপুর মডেল থানা পুলিশের নিয়মিত অভিযানে ইয়াবা ও আইস সহ ১ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) গভীর রাতে চাঁদপুর মডেল থানার এসআই কামরুল ইসলাম শহরের বড় স্টেশন এলাকার যমুনা রোডের মাথায় চেক পোস্ট বসায়। এসময় ক্লাব রোড এলাকার রেজু সিকদারের ছেলে মোঃ সেলিম সিকদার (৩৮) কে ২ পিচ ইয়াবা ও আইস সহ হাতে নাতে আটক করতে স্বক্ষম হয়েছে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া জানান, চাঁদপুর মডেল থানায় এই প্রথম আইচের মামলা দায়ের করা হয়েছে। আইচ ও ইয়াবা সহ আসামী আটক করা হয়েছে। এতে প্রতিয়মান হয় যে চাঁদপুরে ও মাদককারবারিরা আইচের মতো মরন নেশা বিক্রি করছে। আটক আসামীর কাছ থেকে আমরা কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি কারা আইচের মতো মরন নেশা বিক্রি করছে আমরা তাদেরকে ও আইনের আওয়তায় আনবো।
তিনি আরো জানান, আটক সেলিম সিকদারের বিরুদ্ধে চারটি মাদকের মামলা রয়েছে। দুপুরে আটক সেলিম সিকদারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/ ২৬ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur