চাঁদপুর সদরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ।
১১ জুলাই মঙ্গলবার এসআই রাকিবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের শহরের ৬নং পৌর ওয়ার্ডের কাজী নজরুল ইসলাম সড়কের মূখার্জীঘাট সংলগ্ন সালমা নীড় নামক বাড়ীর সামনের পাকা রাস্তার উপর হইতে তল্লাশী করে আঁখি বেগম (৪১)কে আটক করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, চাঁদপুর সদরকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, মোঃ শেখ মুহসীন আলম এর তত্ত্বাবধানে এসআই রাকিবুল ইসলাম এর নেতৃত্বে নতুন বাজার পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১১ জুলাই ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur