চাঁদপুর

চাঁদপুরে ইভটিজিংয়ের দায়ে দু’যুবকের অর্থদন্ড

চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীর সাথে ইভটিজিং করার অপরাধে দুই যুবককে অর্থদন্ড দিয়েছে ভ্রম্যমান আদালত। বৃহস্পতিবার দুুপুরে নৌ-ফাঁড়িতে র্নির্বাহী ম্যজিস্ট্রেট কামাল মো. রাসেদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এই সাজা প্রদান করেন।
অর্থদন্ডপ্রাপ্ত দু’যুবক লক্ষ্মীপুর জেলার রায়পুর চরপাতা গ্রামের আঃ রহমানের পুত্র হাসিব আহম্মেদ (২১) ও একই জেলার রায়পুর কোয়া গ্রামের নুরুল আমিনের পুত্র তানজিত আহম্মেদ (২২)।
বৃহস্পতিবার দুুপুরে চাঁদপুর লঞ্চঘাটের যাত্রী ছাউনিতে ভোলাগামী এক নারী যাত্রীকে অপর দু’ যাত্রী (যুবক) হাসিব ও তানজিত ইভটিজিং করে। বিষয়টি তিনি নৌ-পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক নৌ-পুলিশ ফোর্স তাদের আটক করে।পরে অভিযোগকারী নারীর সাথে অসদাচারণ ও ইভটিজিং করার অপরাধে ওই দু’যুবককে ৫শ’ টাকা করে ১হাজার টাকা অর্থদন্ড আদায় করে ছেড়ে দেয়া হয়।

আপডেট: ০৮:২৮ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবারচাঁদপুর টাইমস :প্রতিনিধি/এমআরআর/২০১৫

Share