চাঁদপুর

চাঁদপুরে ইফার ৪ দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ সম্পন্ন

চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ৪ দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। ২৮ জুন বৃহস্পতিবার সকালে চাঁদপুুর জেলা শিল্পকলা একাডেমীতে ২০১৮ সালে পবিত্র হজ্ব গমনেচ্ছুক নারী-পুরুষদের নিয়ে সরকারিভাবে প্রথমবারের মতো হজ্ব প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

এর আগে ২৫ জুন থেকে শুরু হয় এ প্রশিক্ষণ কর্মশালা। এতে অংশ নেন কেবল মাত্র যারা চাঁদপুরের নিবন্ধন কৃত হজ্ব গমনকারীগণ। এছাড়া আগামী ১৪ জুলাই শুরু হবে প্রথম হজ্ব প্লাইট ।

সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি তাঁর বক্তব্যে বলেন, হজ্ব ইসলামের ফরজ বিধান। ইসলামের প্রত্যেকটি রোকনই গুরুত্বপূর্ণ। আল্লাহ, আল্লাহর রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে হজ্ব করুন। হজ্ব পালনে মানুষের গুনা মাপ হয়। মানুষ আল্লাহর সন্তুষ্টি পালনে যাতে কোন হয়রানী শিকার না হয়, সে ব্যপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হাজীদের সেবা দিতে আন্তরিক। তিনি আরো বলেন, দেশব্যাপী চলছে হজ্বে গমনকারীদের প্রশিক্ষণ। হজ্বের সঠিক নিয়ম পালন করতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণলব্ধ জ্ঞান দ্বারা হজ্বের সকল কাজ সহজ হয়। আপনাদেরকে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে হজ্ব যাত্রীরা যেনো কোনো অসুবিধায় না পড়ে, তারা যেনো আল্লাহর কাজ সম্মানের সাথে করতে পারে সে লক্ষ্যে।

ইফার উপ-পরিচালক মুহাম্মদ আবদুস সামাদের সভাপ্রতিত্বে ও ফিল্ড অফিসার মুহাম্মদ বিল্লাল হোসেনের সঞ্চালনায় বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন জেলা সহকারী কমিশনার আবিদা সুলতানা (আলোচ্য বিষয় : হজ্ব বিষয়ে সরকারি নীতিমালা), ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে মেডিকেল অফিসার ডা. সাইয়েদা নাজিয়া (আলোচ্য বিষয় : হজ্বের সময়কালে স্বাস্থ্য পরিচর্যা), জাতীয় ইমাম সমিতি চাঁদপুর জেলা সভাপতি ও চেয়ারম্যানঘাটা বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মুহাম্মদ মোঃ সাইফুদ্দিন খন্দকার (আলোচ্য বিষয় : হজ্বর ফাযায়েল-মাসায়েল), শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ আব্দুল্লাহ আল মামুন (আলোচ্য বিষয় : মিনা, আরাফাহ, মুযদালেফা ও জামারাহ বিদায়ী তাওয়াফ), ফার্স্ট ওয়ান ইন্টারন্যাশনাল ট্রাভেলস্ হাবের প্রতিনিধি আলহাজ্ব মাওঃ তোফায়েল আহম্মদ (আলোচ্য বিষয় : হজ্বের বাস্তব চিত্র, এজেন্সী ও হাজীদের করণীয়), হাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওঃ মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ মিজানুর রহমান। পরে দোয়া ও মোনাজাত করেন হজ্ব প্রশিক্ষক মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।

প্রতিবেদক- আশিক বিন রহিম

Share