চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্দ্যোগে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনব্যাপী চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ২টি গ্যাটাগরিতে জেলার প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মধ্য থেকে ৬ জনকে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান। ইফার উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাশেম, জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাও. মোঃ সাইফুদ্দিন খন্দকা। স্বাগত বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মো. আলী আজগর।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শওকত ওসমান বলেন, মসজিদের ইমামগণ সমাজের মধ্যে সম্মানিত ব্যাক্তি। তাদের কথা মানুষ গুরুত্ব দিয়ে শুনেন। ইমামরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে ধর্মীয় জ্ঞান বিতরণ করেন। শিক্ষাকে সর্বস্তরে ছাড়িয়ে দিতে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষায় সরকার ভূমিকাও প্রশংসিত।
তিনি আরো বলেন, ইমামরা মসজিদে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখছেন। তার কারনে ওরা মাথা তুলে দারাতে পারেনি। মাদক, বাল্যবিবাহের কুফল সম্পর্কে সামাজের মানুষকে সচেতন করে যাচ্ছেন জুমার খুৎবায় ইমামরা। আজ ইমামরা প্রশিক্ষণ লব্দ জ্ঞান কাজে লাগিয়ে আর্তসামজিক উন্নয়নেও ভূমিকা রেখে চলছে।
অনুষ্ঠানে মিলাদ-কিয়াম পরিচালনা করেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাও. মো. আবদুর রহমান গাজী। দোয়া ও মোনাজাত করেন বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. জসিম উদ্দিন।
ইফার ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ শামসুদ্দিনের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান। নাতে রাসুল সা. পরিবেশেন করেন মাও. সফিউল আলম। এসময় উপস্থিত ছিলেন, জেলা উপ-সহকারী কৃষি অফিসার আ. মান্নান, চাঁদপুর সদর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মো. কেফায়েত উল্লাহ, ইফার (মউশিক) শিক্ষক সমিতির সভাপতি মাও. মো. মীর হোসেন সহ বিভিন্ন মসজিদের ইমামগণ।
প্রতিবেদক:আশিক বিন রহিম
২৮ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur