Home / চাঁদপুর / চাঁদপুরে ইউসুফের সৌরবিদ্যুৎচালিত বাইসাইকেল
চাঁদপুরে ইউসুফের সৌরবিদ্যুৎচালিত বাইসাইকেল

চাঁদপুরে ইউসুফের সৌরবিদ্যুৎচালিত বাইসাইকেল

চাঁদপুর শহরের দক্ষিণ বিষ্ণুদী জিটি রোডের খাজা আহমেদ সরদারের ছেলে মো. ইউসুফ হোসেন হৃদয় চাঁদপুরে সৌরবিদ্যুৎচালিত বাইসাইকেল তৈরি করেছেন। বর্তমানে তার তৈরিকৃত সাইকেলটি দিয়ে সে নিজেই চাঁদপুর শহরে চলাফেরা করছেন।

১২ হাজার টাকা ব্যয়ে ২ মাস আগে ব্যাটারী, মোটর, সোলার বাই সাইকেলের সাথে যুক্ত করে এ বাহনটি ইউসুফ তৈরি করে।

এ বিষয়ে ইউসুফ চাঁদপুর টাইমসকে জানান, “সৌর বিদ্যুৎচালিত বাইসাইকেল তৈরি করে আমি নিজে শহরের বিভিন্ন স্থানে চলাচল করি। আমি পরিবেশবান্ধব বাষ্পচালিত মোটর সাইকেল তৈরির পরিকল্পনা করছি।

রোববার (১৫ নভেম্বর) ইউসুফ জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল তাকে বলেন, তুমি সোলারচালিত সাইকেল তৈরি করেছ সোলার দিয়ে। বিশ্বের অন্যান্য দেশে সোলার দিয়ে তৈরি উড়োজাহাজ চলে। বিশ্বের অন্যান্য দেশে বিভিন্ন ধরনের সাইকেল চালানো হয়। এশিয়াতে শুধুমাত্র বাংলাদেশে এ ধরনের সাইকেল ব্যবহার করা হয়। তুমি এমন একটি সাইকেল তৈরি করো, যার মাধ্যমে প্রতিবন্ধীদের পথচলায় সুযোগ হয়। গ্রামগঞ্জে ছোটখাটো বাঁকা রাস্তাগুলো দিয়ে চলাফেরা করার সুযোগ যেনো থাকে। সে ধরনের আরও নতুন কিছু আবিষ্কার কর।”

এরপর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল নিজে সাইকেলটি চালিয়ে দেখেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুহাম্মদ লুৎফর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

।।  আপডেট: ০১:২৫ এএম, ১৮ নভেম্বর ২০১৫, বুধবার

ডিএইচ/এমআরআর