চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যানের হস্তক্ষেপে মাসুমা আক্তার নামে দশম শ্রেণির এক ছাত্রী বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মৈশাদী গ্রামের ২নং ওয়ার্ডের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে। মাসুমা স্থানীয় হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের ছাত্রী।
ইউপি সচিব আবু বকর মানিক জানান, বাল্য বিয়ের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ওই বাড়িতে ইউপি সদস্য কালাম বেপারী ও গ্রাম পুলিশ উপস্থিত হয়। টের পেয়ে বরপক্ষের সকলে পালিয়ে যায়। চেয়ারম্যানের নির্দেশে মাসুমার পিতা ইউসুফ মিয়াজীকে পরিষদে আনা হয়। পরে মেয়েকে বাল্য দিবে না অঙ্গীকার নামা রাখা হয়।
মৈশাদি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বলেন, আমাদের ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। ইউনিয়নবাসীও সচেতন। কোন অভিভাবক বাল্য বিয়ের আয়োজন করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৩ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur