চাঁদপুরের মতলব উত্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’ গ্রুপের সংঘর্ষে মোবারক হোসেন বাবু (৪৮) নামের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
শনিবার ১৭ জুন বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের ২টি পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই দু’গ্রুপ হচ্ছে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গ্রুপ এবং অপরপক্ষ মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজান গ্রুপ। যদিও ঘটনাস্থলে পুলিশ আসায় এখন পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে।
এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মো.মহিউদ্দীন বলেন,`হাসপাতালে নেয়া হলে এক যুবক নিহত হয়। অপর একজন আহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। (‘সূত্র কালবেলা )
১৭ জুন ২০২৩
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur