চাঁদপুরে তিনটি অঞ্চলে সারাদেশের ন্যায় আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২০ নির্ধারণ করা হয়েছিল বলে উপ-কর আঞ্চলিক কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
চাঁদপুর উপ-আঞ্চলিক কর কার্যালয়ের আজ বৃহস্পতিবার ৭ জানুয়ারি প্রাপ্ত তথ্য জানা গেছে। চাঁদপুরের ১৮, ১৯ ও ২১ এ তিনটি অঞ্চলে আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।
চাঁদপুর উপ-আঞ্চলিক কর কার্যালয়ের আজ বৃহস্পতিবার ৭ জানুয়ারি প্রাপ্ত তথ্য মতে, ১৮ কর অঞ্চল রিটার্ন জমা দিয়েছে ১২,৩৯৫ জন এবং টাকার পরিমাণ ৫ কোটি ৪০ লাখ টাকা। কর অঞ্চল ১৯ এ আয়কর রিটার্ন জমা দিয়েছে ২,৪৫৯টি এবং টাকার পরিমাণ ১ কোটি ৯১ লাখ ৪৮ টাকা।
কর অঞ্চল ২১ ( কেবলমাত্র ২৬ নভেম্বর পর্যন্ত ) এ আয়কর রিটার্ন জমা দিয়েছে ৪,৩৭২টি এবং টাকার পরিমাণ ১ কোটি ৬৬ লাখ টাকা।
২০২০-২০২১ অর্থবছরে ১৩০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এদিকে সারা দেশে ২০১৯-২০ অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরে ২০২০-২১ সালে আয়কর রিটার্ন জমা দাখিল বেড়েছে ৯ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২০ এর মধ্যে ২৪ লাখ ৯ হাজার ৩৫৭ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন।
সোমবার (৪ জানুয়ারি)এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআর এর তথ্য মতে, ২০২০-২০২১ অর্থবছরের আয়কর আদায়ের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত আয়কর সংগৃহীত হয়েছে ৩৪ হাজার ২৩৮ কোটি টাকা।
আবদুল গনি, ৬ জানুয়ারি ২০২১