চাঁদপুরে তিনটি অঞ্চলে সারাদেশের ন্যায় আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। ২০২০-২০২১ অর্থবছরে ১৩০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চাঁদপুর আয়করে উপ-কর আঞ্চলিক কার্যালয় থেকে ২৬ নভেম্বর এ তথ্য জানা গেছে।
চাঁদপুরের ১৮, ১৯ ও ২১ এ তিনটি অঞ্চলে আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। ২৫ নভেম্বর পর্যন্ত ১৮ কর অঞ্চল রিটার্ন জমা দিয়েছে ৮,৪৯৯ জন এবং টাকার পরিমাণ ২ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার টাকা।
কর অঞ্চল ১৯ এ আয়কর রিটার্ন জমা দিয়েছে ১,৭৪৮টি এবং টাকার পরিমাণ ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার টাকা। কর অঞ্চল ২১ এ আয়কর রিটার্ন জমা দিয়েছে ৪,৩৭২টি এবং টাকার পরিমাণ ১ কোটি ৬৬ লাখ টাকা।
আবদুল গনি ,২৮ নভেম্বর ২০২০