Home / চাঁদপুর / চাঁদপুরে আড়াই হাজার ভিক্ষুকের তালিকা করা হয়েছে
BiggerMan
ফাইল ছবি

চাঁদপুরে আড়াই হাজার ভিক্ষুকের তালিকা করা হয়েছে

চাঁদপুর জেলাকে ভিক্ষুক মুক্তকরণ, ভিক্ষুকদের পুনর্বাসন ও কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সভা রোববার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাসুদ হোসেন বলেন, এ জেলায় আড়াই হাজার ভিক্ষুকের তালিকা করা হয়েছে। ভিক্ষুকমুক্তকরণ কর্মসূচি যখন শুরু হবে এ সভার পরামর্শ অনুযায়ী পরিকল্পনা গ্রহন করা হবে। আগামী পরশু দিন (১০ অক্টোবর) বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে আরেকটি সভা এবং পরবর্তীতে আরো আলোচনা করা । এরপর পুর্নবাসন কর্মসূচি শুরূ হবে।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশকে ভিক্ষুক মুক্ত করার প্রকল্প গ্রহণ করেছেন। ২০১৮ সালের ডিসেম্বর মাসে ভিক্ষুকমুক্ত দেশ করার টার্গেট নিয়েছে সরকার। আমরা আন্তরিকভাবে চাই চাঁদপুর ভিক্ষুকমুক্ত হোক।’

বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান(প্রশাসন ও অপরাধ),জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এসএম দেলওয়ার হোসেন, চাঁদপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, স্বাধীনতা পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী,জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম ।

আরো বক্তব্য রাখেন,হাজীগঞ্জ পৌর সভার মেয়রআসম মাহবুব- উল আলম,মতলব দক্ষিন ইউএনও শহিদুল ইসলাম,শাহরাস্তি ইউএনও মোহাম্মদ হাবিব উল্লাহ(মারুফ),জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূর খান,বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন,আহম্মদয়িা ফাযিল মাদরাসার অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান খান, জেলা মাধ্যমিক মিক্ষা অফিসার ইনুছ ফারুকী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ সামছুদ্দিন, মাতৃপীঠ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন,লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এমএ হাসান লিটন প্রমুখ। সভার অন্যান্য সদসবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ইলিশের বাড়ি চাঁদপুরকে ভিক্ষুকমুক্তকরণে ৮৬ লাখ টাকা অনুদান সংগ্রহ

 

প্রতিবেদক- আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ ১১:০৩ পিএম, ০৮ অক্টোবর, ২০১৭ রোববার
ডিএইচ

Leave a Reply