চাঁদপুর

চাঁদপুরে আড়াই হাজার প্রতিবন্ধি-হিজড়া-বেদে শিক্ষার্থী শিক্ষা উপবৃত্তি পাচ্ছে

চাঁদপুরের ৮ উপজেলায় ২০১৯-’২০ অর্থবছরের জুন পর্যন্ত আড়াই হাজার প্রতিবন্ধি শিক্ষার্থী শিক্ষা ্উপবৃত্তি পাচ্ছে। চাঁদপুরে সমাজ সেবা অধিদপ্তরের অধীন সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে প্রতিবন্ধি শিক্ষার্থী শিক্ষা ্উপবৃত্তি কার্যক্রম একটি ।

চাঁদপুরে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধি শিক্ষার্থী শিক্ষা ্উপবৃত্তি কার্যক্রম এর তথ্য সমাজসেবা অধিদপ্তর থেকে জানা গেছে ।

প্রাপ্ত তথ্যমতে , সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৮ উপজেলায় ২০১৯-২০ অর্থবছরের জুন পর্যন্ত চাঁদপুরের সকল উজেলায় প্রতিবন্ধি শিক্ষার্থী শিক্ষা উপবৃত্তি পাচ্ছে ১৪৪২ জন , হিজড়া শিক্ষার্থী শিক্ষা ্উপবৃত্তি ৮ জন ,বেদে ২৭৫ জন ও অনগ্রসর পরবিারের ৫৩৪ জন শিক্ষা উপবৃত্তি পাচ্ছে ।

এরা প্রাথমিক , মাধ্যমিক ,উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার্থী হিসেবে বিভিন্ন হারে এ উপবৃত্তি পাচ্ছে । ২০২০-২১ অর্থবছরে আগের মতই প্রতিবন্ধি শিক্ষার্থী ,বেদে, হিজড়া ও অনগ্রসর শিক্ষার্থী শিক্ষা ্উপবৃত্তি মাসিক পাবে।

আবদুল গনি, ২২ সেপ্টেম্বর ২০২০

Share