বাংলাভিশন ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ঢাকা মেডিকেল প্রতিবেদক আওরঙ্গজেব সজিবের মৃত্যুর ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী আলেফা খাতুন অঞ্জনা ওরফে মুনিয়াকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র্যাব।
রাজধানীর মিরপুরের সেনপাড়া পার্বতায় নিজ বাসার সামনে থেকে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করে র্যাব-৪। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, আজিমপুর কবরস্থানে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় তার দাফন সম্পন্ন হয়।
রবিবার ঢাকার সদরঘাট থেকে চাদঁপুরের উদ্দেশে ছেড়ে আসা ‘তাকওয়া’ নামের যাত্রীবাহী লঞ্চ থেকে নিখোঁজ হন সাংবাদিক সজিব। বুধবার তার মরদেহ নয়াগাঁওয়ের ধলেশ্বরী নদীর পাড় থেকে উদ্ধার করে পুলিশ।
ডেস্ক ।। আপডেট : ১২:৪০ এএম, ২৫ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur