চাঁদপুরে পাঁচটি আসনে ৩৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ৩৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে।
এরমধ্যে চাঁদপুর-১ আসনে ৬ জন, চাঁদপুর-২ আসনে ৮ জন, চাঁদপুর-৩ আসনে ৭ জন, চাঁদপুর-৪ আসনে ৮ জন, চাঁদপুর-৫ আসনে ৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ হচ্ছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুল ইসলাম সরকার।
এদিকে প্রার্থীরা নেতা কর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জড়ো হন চাঁদপুর-৩ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও চাঁদপুর-২ আসনের বিএনপির প্রার্থী ড. মো. জালাল উদ্দিনসহ বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের প্রার্থীরা। এতে করে প্রার্থী ও নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
এছাড়া সকাল সাড়ে দশটায় প্রার্থীদের সাথে মতবিনিময় করেন রিটার্নিং অফিসার। এ সময় তিনি প্রার্থীদের আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা করার আহ্বান জানান।
প্রতিবেদক: শরীফুল ইসলাম
২১ জানুয়ারি ২০২৬