২৩ মার্চ রবিবার বিকেল সাড়ে ৩ টায় চাঁদপুর হাসান আলি উচ্চ বিদ্যালয় মাঠে ‘চাঁদপুর জেলা গঅণধিকার পরিষদ’ এর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোওয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক কাজী রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান এবং যুগ্ম আহবায়ক সাংবাদিক মো. জাকির হোসেন যৌথ সঞ্চালনা করবেন।
অনুষ্ঠানে বাস্তবায়ন কমিটির আহবায়ক জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জাকির হোসেন দলীয় নেতাকর্মীদেরকে সঠিক সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক, ২২ মার্চ ২০২৫