চাঁদপুরে শান্তিপূর্ন পরিবেশে হিন্দু সম্প্রদায়ের আষাঢ়ের উল্টো রথযাত্রা বুধবার (১৩ জুলাই) বিকেলে চাঁদপুর নতুনবাজার শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গন থেকে পুরানবাজার জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হয়।
উল্টো রথযাত্রার উদ্বোধন করেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইনডাস্ট্রিজের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ।
সাংবাদিক বিমল চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন কালীবাড়ি মন্দির কমিটি সহ সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, জগন্নাথ মন্দিরের অধক্ষ বিশাল গোবিন্দ দাসাধীকারী, জগন্নাত মন্দিরের আজীবন সদস্য গোপাল চন্দ্র সাহা।
এ সময় উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি অ্যাড. বিণয় ভূষন মজুমদার, সদর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, কুমিল্ল¬া ইসকন মন্দিরের অদ্ভুত কৃষ্ণ দাস, সিলেট ইসকন মন্দিরের বজবল¬ভ মাধব দাস।
এদিকে পুরাণবাজার জগন্নাথ মন্দিরের আয়োজনে উল্টো রথযাত্রা নতুনবাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পুরাণবাজার হরিসভা মন্দির কমপে¬ক্সের জগন্নাথ মন্দিরে গিয়ে শেষ হয়।
জগন্নাথ মন্দির থেকে গত ৬ জুলাই বুধবার রথ টেনে কালীবাড়ি মন্দিরে আনা হয়েছিল। আর এখানেই ৯ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান হয়।
বৃহস্পতিবার (১৪ জুলাই) নতুনবাজার গোপাল জিউর আখরা মন্দিরের আয়োজনে মেথা রোড দূর্গা মন্দির থেকে উল্টো রথ অনুষ্ঠিত হবে।
: আপডেট, বাংলাদেশ সময় ৪:০০ পিএম, ১৩ জুলাই ২০১৬, বুধবার
ডিএইচ