Home / চাঁদপুর / চাঁদপুরে আল কারীম একাডেমীর উদ্বোধন
চাঁদপুরে আল কারীম একাডেমীর উদ্বোধন
Al karim accedemy

চাঁদপুরে আল কারীম একাডেমীর উদ্বোধন

চাঁদপুর শহরের তালতলা এলাকায় নাহার মঞ্জিলে শনিবার সকালে আল কারীম একাডমীর উদ্বোধন ও পাঠ্য পুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁদপুর পৌর মেয়র আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন আহমেদ এর উদ্বোধন করেন।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর-এর সভাপতিত্বে ও অধ্যক্ষ গাজী মোহাম্মদ হানিফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা জেলার কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সচিব মোঃ ওমর ফারুক।

এসময় বক্তব্য রাখেন পৌর ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান দর্জি, পৌর কর্মচারী সদস্যর সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ সর্দার, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপদেষ্টামন্ডালীর সদস্য আঃ রামোন জিন্নাত, প্রতিষ্ঠাতা সদস্য ওমর ফারুক সাহিন, মামুন গাজী, শিক্ষক জসিম উদ্দিন, শাখওয়াত হোসাইন, শাহাদাৎ হোসাইন, নেছার উদ্দিন, ফুটবলার জাহাঙ্গীর গাজী, মহীউদ্দিন সহ ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অতিথিবৃন্দ।

উদ্বোধন ও আলোচনাসভা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মরহুম করিম পাটওয়ারী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৯:০৪ পিএম, ০৯ জানুয়ারি ২০১৬, শনিবার

এমআরআর