Home / চাঁদপুর / চাঁদপুরে আলোকচিত্র প্রদর্শনী ‘বাঙালা হতে বাংলাদেশ’
আলোকচিত্র

চাঁদপুরে আলোকচিত্র প্রদর্শনী ‘বাঙালা হতে বাংলাদেশ’

চাঁদপুরে বিজয়ের ৫০ বছর পূর্তিতে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে একটি সম্মিলিত উচ্চারনের সহায়তায় আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত আলোকচিত্র প্রদর্শনী ‘বাঙালা হতে বাংলাদেশ’ এর ৫০০ তম প্রদর্শনীর শুভ উদ্বোধন হয়েছে।

১৮ ডিসেম্বর শনিবার বিকেল ৪ টার দিকে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ফিতা কেটে আলোকচিত্রী প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান।

তিনি বলেন, একাত্মতা ও স্বাধীনতাভোদ রেখে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের চিত্র প্রর্দশনী হচ্ছে, তা খুব প্রশংসনীয়। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাসকে জানাতে হলে এই আলোকচিত্র প্রদর্শনীর জরুরী। কারণ একটি ছবি হাজারো কথা বলে। মুক্তিযুদ্ধের বিবৎস ইতিহাস এই ছবির মাধ্যমে ফুটে উঠেছে।

তিনি আরও বলেন, যুদ্ধের পরে দেশ অনেক পিছিয়ে গিয়েছিল কিন্তু জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে দেশ আজ এগিয়ে যাচ্ছে। কেউ এখন আর না খেয়ে থাকে না। আমরা সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ সমৃদ্ধির পথে যাচ্ছে। আমাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে, না হলে আমরা পিছিয়ে যাব। প্রত্যেকটি স্কুল কলেজ থেকে এখানে শিক্ষার্থীদের নিয়ে আসতে হবে। এখানে আসলে এই আলোকচিত্রের মাধ্যমে সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আমরা সকলে মিলে

সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসাইন, জেলা প্রশাসকের স্বামী আবুল কাশেম মো. জহুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহীউদ্দীন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, কবি ছড়াকার ডা. পীযূষ কান্তি বড়ুয়া উপস্থিত ছিলেন।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন দেশ একটি সম্মিলিত উচ্চারণ সংগঠনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মজুমদার। আলোকচিত্র প্রদর্শনী ‘বাঙালা হতে বাংলাদেশ’ এর ৫০০ তম প্রদর্শনীর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চাঁদপুর প্রেসক্লাব। আলোকচিত্র সংগ্রাহক ও সম্পাদক শাহাবুদ্দিন মজুমদার। যেখানে মোট ৫৩০টি আলোকটিত্র রয়েছে।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১৮ অক্টোবর ২০২১