চাঁদপুর পুরাণবাজারে আলুর কোল্ডস্টোরেজ থেকে ১শ’ ১৩ কন্টিন (প্রায় ৫ হাজার কেজি) মিষ্টি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) বিকেলে পূবালী কোল্ডস্টোরেজে জাটকা মজুদের খবর পেয়ে কোস্টগার্ড ক্যান্টিনে মজুদকৃত মিষ্টিগুলো জব্দ করে।
পরে বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মোহন্ত ঘটনাস্থলে গিয়ে জব্দকৃত মিষ্টি নদীতে ফেলে বিনষ্ট করে এবং মিষ্টির ৫ জন মালিকে ১০ হাজার টাকা করে ৫০ হাজার ও কোল্ডস্টোরেজের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।
জব্দকৃত মিষ্টিরগুলো শহরের পুরাণবাজার ও নতুন বাজার এলাকার দুলাল সুইটস, সুনন্দা সুইটস, কৃষ্ট ক্যাফে, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডর ও করুণা মিষ্টান্ন ভান্ডার, খায়ের মুন্সি, ইত্যাদি সুইটস, প্যারাডাইস ও মিষ্ট মেলা নামক প্রতিষ্ঠানের।
অভিযানে উপস্থিত ছিলেন কোস্টগার্ড স্টোশন কমান্ডার সাব লে. আতোয়ার আলী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর শাখার সহকারি পরিচালক দেবাশীষ রায়সহ কোস্টগার্ড সদস্যরা।
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ২৮ জুন ২০১৬, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur