চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের চার বারের এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলমগীর হায়দার খানের জানাযা শুক্রবার সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয় সম্মুখে অনুষ্ঠিত হয়েছে।
জানাযায় ইমামতি করেছেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর আলহাজ্ব মাও. খাজা মো. অলি উল্লাহ।
জানাযায় মুসল্লিদের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর মেয়র ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
এছাড়া জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তার পরবর্তী নামাজে যানাজা বাদ জুমআ ফরিদগঞ্জ এ.আর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, একইদিন বাদ আসর ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়া তার নিজ গ্রামের বাড়ির মাঠে অনুষ্ঠিত হবে।
পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী। পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাযায় অংশগ্রহণের জন্য আহবান জানানো হয়েছে।
প্রসঙ্গত, আলমগীর হায়দার খাঁন বুধবার (১৩ এপ্রিল) রাত ১০ টা ১০ মিনিটে ঢাকার অ্যাপোলো হসপিটালে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫, তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
তিনি ২০০২ সালের ৭ ফেব্রুয়ারি ব্রেইন হ্যামারোজে (মস্তিস্কে রক্তক্ষরণ) রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পারিবারের সেবায় ছিলেন। গত শুক্রবার (৮ এপ্রিল) শারীরীক অবস্থা খারাপ দেখে ঢাকার অ্যাপোলো হসপিটালে ভর্তি করানো হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে থাকার পর বুধবার রাতে মারা যান।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত আলমগীর হায়দার খাঁন জনগণের ভোটে চার বার সংসদ সদস্য নির্বাচিত হন।
আশিক বিন রহিম[/author]
: আপডেট ১:০০ পিএম, ১৫ এপ্রিল ২০১৬, শুক্রবার
ডিএইচ