চাঁদপুর

চাঁদপুরে আর কোনো সিএনজির লাইসেন্স দেয়া হবে না : জেলা প্রশাসক

‘ঘুষ দেয়া ও নেয়া দু’টোই অপরাধ। তাই ঘুষ গ্রহিতার দায়িত্ব সরকার নিবে না। চাঁদপুরে ৬ হাজার ৭শ’ সি এন জি লাইসেন্স দেয়া হয়েছে। আর কোনো সি এন জির লাইসেন্স দেয়া যাবে না। চাঁদপুরে এর বাহিরে গাড়ি চলাচলের সড়ক দেখা যাচ্ছে না। যেগুলো দেয়া হয়েছে তা’ চলাচল করলে সড়কে যানযট লেগে যায়।’

রোববার (২৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতিত্বের বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল এসব কথা বলেন ।

তিনি আরো বলেন, ‘চাঁদপুর জেলাকে মডেল জেলা হিসাবে ঘোষণা করতে চাই। এতে সকলের সহযোগিতা প্রয়োজন। চাঁদপুর শহরের মূল হেডে প্রবল জোয়ারে ভাঙ্গনের অংশ সংস্কার করতে হবে। জনস¦ার্থে রক্ষার জন্য চাঁদপুর জেলা প্রশাসন যে কোনো ধরণের কাজ করবে। সমন্বয় সভার সিদ্ধান্ত গুলো বাস্তবায়ন করতে সরকারের সাথে চুক্তি হয়েছে। মানুষের সেবার মান সহজকরণের বিষয়গুলো সম্পর্কে সবাইকে এগিয়ে আসতে হবে।’

চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তাদের প্রতিষ্ঠানের উদেশ্যে তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল কম্পিউটার ল্যাব মনিটরিং করতে হবে। ১শ’২০ টি ওই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াই ফাই নিশ্চিত করতে হবে। কয়টি শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা রয়েছে। তা’ নিশ্চিত করতে হবে। জেলা মার্কেটিং কর্মকর্তার ্উদ্দেশ্যে বলেন, বাজারগুলোতে কয়টি মনিটরিং অভিযান করা হয়েছে। তা’ আগামি মিটিংয়ে উপস্থাপন করতে হবে। মসজিদে নির্দিষ্ট নিয়মে খুতবা বিষয়ে মনিটরিং করতে হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেনের পরিচলনায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল হাই, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ এস এম দেলওয়ার হোসেন, পল্লী উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, বি আর টি এ র’ সহকারী পরিচালক শেখ ইমরান হোসেন, উপজেলা চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান, উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন, প্রফেসর আ.রশিদ মজুমদার, হাইমচর উপজেলার চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, শাহরাস্তি উপজেলার নির্বাহী কর্মকর্তা সামিউল মাসুদ, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাব্বত হোসেন, জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল ইসলাম, পল্লী বিদ্যুৎ বোর্ডের জিএম মো. ইউসুফ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিবৃন্দ।

: আপডেট, বাংলাদেশ সময় ৭:০০ পিএম, ৩০ আগস্ট ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক
Share