চাঁদপুর

চাঁদপুরে আরো ৯ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা ১৬৯৫

চাঁদপুরে আজ ৯জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
একই দিনে ৪২জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এদিন নতুন করে আরো ।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের ৪জন, মতলব দক্ষিণের ১জন ও হাজীগঞ্জের ৪জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৯৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭২জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১০৭৪জন। এখনো চিকিৎসাধীন ৫৪৯জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) ১৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ৯টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৯টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৬৯৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৬৫৭জন, মতলব দক্ষিণে ১৯১জন, ফরিদগঞ্জে ১৯০জন, শাহরাস্তিতে ১৬৪জন, হাজীগঞ্জে ১৬৩জন, মতলব উত্তরে ১৩২জন, হাইমচরে ১২৫জন ও কচুয়ায় ৭৩জন।

জেলায় মোট ৭২জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২০জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ৯জন, কচুয়ায় ৬জন, শাহরাস্তিতে ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, মঙ্গলবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৬৫২৪টি। রিপোর্ট এসেছে ৬২৫৫টি। রিপোর্ট অপেক্ষমান ২৬৯টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৬৯৫জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১০৭৪জন। চিকিৎসাধীন আছেন ৫৪৯জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৮৩জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৬২জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২১জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১০০৪১জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭৫৭১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৪৭০জন।

করেসপন্ডেট ২৮ জুলাই ২০২০

Share