চাঁদপুর

চাঁদপুরে আরো ১৬ জনসহ আক্রান্ত বেড়ে ১৩৮২

চাঁদপুরে বৃহস্পতিবার পুলিশ ও চিকিৎসকসহ আরো ১৬জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

এর মধ্যে হাইমচরের ৬জন, কচুয়ার ৫জন, চাঁদপুর সদরের ১জন, মতলব দক্ষিণের ১জন, মতলব উত্তরে ৩জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮২জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৬৬জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়,১৬ জুলাই বৃহস্পতিবার ৩৭টি রিপোর্ট
আসে। এর মধ্যে ১৬টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ২১টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৩৮২জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫২৩জন, ফরিদগঞ্জে ১৬৬জন, মতলব দক্ষিণে ১৫৯জন, হাজীগঞ্জে ১৩৪জন, শাহরাস্তিতে ১৪১জন, হাইমচরে ১০৬জন, মতলব উত্তরে ৯৪জন ও কচুয়ায় ৫৯জন।

জেলায় মোট ৬৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৯জন, হাজীগঞ্জে ১৬জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৮জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৫জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

করেসপন্ডেট ১৬ জুলাই ২০২০

Share