চাঁদপুরে সোমবার আরও ৬জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪জন ও হাইমচরের ২জন রয়েছেন। একই দিনে করোনা থেকে সুস্থ ঘোষণা করা হয়েছে ৮জনকে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫জন ও ফরিদগঞ্জের ৩জন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪৫৮জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৮জন। সুস্থ হয়েছেন ২২৯৮জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮২জন।
আজ চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৪৬টি রিপোর্ট আসে। এর মধ্যে করোনা পজেটিভ ৬টি। বাকী ৪০টি রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৪৫৮জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১০১৬জন, ফরিদগঞ্জে ২৭৯জন, মতলব দক্ষিণে ২৭০জন, শাহরাস্তিতে ২৩৪জন, হাজীগঞ্জে ২০৬জন, মতলব উত্তরে ২০০জন, হাইমচরে ১৬৭জন ও কচুয়ায় ৮৬জন।
করোনায় জেলায় মোট ৭৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৩জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।
বার্তা কক্ষ,৯ নভেম্বর ২০২০