চাঁদপুরে ২৪ ঘন্টায় আরো ৫জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মতলব দক্ষিণের ৪জন ও শাহরাস্তির ১জন। একই দিনে করোনা থেকে মুক্ত তথা সুস্থ ঘোষণাও করা হয়েছে ৬জনকে। এর মধ্যে চাঁদপুর সদরের ২জন, মতলব উত্তরের ১জন, হাজীগঞ্জের ২জন ও শাহরাস্তির ১জন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩০৩জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৭জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৬৪টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ৫৯টি রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৩০৩জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৯২৮জন, ফরিদগঞ্জে ২৬০জন, মতলব দক্ষিণে ২৫৮জন, শাহরাস্তিতে ২২৬জন, হাজীগঞ্জে ১৯৮জন, মতলব উত্তরে ১৯৬জন, হাইমচরে ১৫২জন ও কচুয়ায় ৮৫জন।
জেলায় মোট ৭৭জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২২জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।
বার্তা কক্ষ,২ অক্টোবর ২০২০