ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে মধ্যে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে চাপায় জান্নাত বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
২১ মে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মনসুর আহম্মেদ। এর আগে ২০ মে বুধবার রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত বেগম চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের রাড়ীর পুল এলাকার ওহাব গাজীর মেয়ে।
স্থানীয় কলেজ শিক্ষক জাহাঙ্গীর হোসেন জানান, রাতে যখন প্রচন্ড ঝড়ো হাওয়া তখন জান্নাত আম কুড়াতে পুকুরের পাড় থেকে পানিতে নেমে যায়। হঠাৎ গাছের ডাল ভেঙে তার গায়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয়।
নিহতের মামাত ভাই মানিক মিয়া জানান,মৃত্যুর পরে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে ঘটনাটি জানানো হয়েছে। দুপুর ১২টার দিকে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী জানান, ঝড়ো বাতাসের মধ্যে আম কুড়াতে গেলে গাছের ডাল ভেঙে পড়ে চাপায় ওই নারীর মৃত্যু হয়। সকালে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পায়।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
তবে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে চাঁদপুরে এখন পর্যন্ত অন্য কোনো ধরণের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
চাঁদপুর করেসপন্ডেট,২১ মে ২০২০