চাঁদপুরে আমন সংগ্রহ ১ হাজার ৪শ ৭৪ মে.টন

২০২৪-’২৫ অর্থবছরের আমন মৌসুমের ধান, সিদ্ধ চাল ও আতবের চালের সংগ্রহ লক্ষ্যমাত্রা ছিল মোট-৩ হাজার ২শ ৬ মে.টন।

সরকারিভাবে চলতি অর্থবছরে চাঁদপুর জেলার ৮ উপজেলা থেকে ৪৭ টাকা কেজি দরে ১ হাজার ৩শ ৭২ মে. টন সিদ্ধ চাল, ৩৩ টাকা কেজি দরে ১ হাজার ২শ ৬৪ মে. টন ধান এবং ৪৬ টাকা কেজি দরে ৫শ ৭০ মে. টন আতপ চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

সেক্ষেত্রে ২০২৪ সালের ৭ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধান করা সংগ্রহ করা যায়নি। তবে ৯শ ৩৭ মে.টন সিদ্ধ চাল এবং ৪শ ৩৭ মে টন আতপ চাল সংগ্রহ রা হয়েছে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে ২৫ ফেব্রুয়ারি এ তথ্য জানা গেছে ।

আবদুল গনি
২৬ ফেব্রুয়ারি ২০২৫
এজি

Share