Home / চাঁদপুর / চাঁদপুরে আবু নঈম পাটওয়ারী দুলালকে প্রধান আসামি করে ২৬০ জনের বিরুদ্ধে মামলা
নঈম

চাঁদপুরে আবু নঈম পাটওয়ারী দুলালকে প্রধান আসামি করে ২৬০ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ফয়সাল শপিং কমপ্লেক্স ও ইলিশ চত্বর এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালকে প্রধান আসামি করে ২৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানায় করা মামলায় ১১০ জনের নাম উল্লেখ এবং ১৫০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।

শহরের ক্লাব রোড এলাকার বাসিন্দা আল-আমিন বাদী হয়ে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন চাঁদপুর সদর মডেল থানার এস আই মো. একরামুল হক।

১৮ অক্টোবর দায়ের হওয়া মামলার অন্য আসামীদের মধ্যে উল্লেখযোগ্য আরো কজন হচ্ছেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সাবেক পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, সাবেক পিপি অ্যাডঃ আমান উল্লাহ, সাবেক জিপি অ্যাডঃ আবদুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, অ্যাডঃ হেলাল হোসাইন, অ্যাডঃ হান্নান কাজী, সাবেক পৌর কাউন্সিলর অ্যাডঃ কবির চৌধুরী, অ্যাডঃ শীব গোপাল, অ্যাডঃ গাজী সাইফুল প্রমুখ।

এর আগে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন ভাঙচুর, ছাত্র-জনতার ওপর হামলা ও সড়ক ভবন ভাঙচুরের অভিযোগে কয়েকটি মামলা হয়েছে। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর এটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের বিরুদ্ধে প্রথম মামলা।

অন্যান্য মামলায় আসামি হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, চাঁদপুর-১ আসনের সাবেক এমপি সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। এসব মামলায় ডা. দীপু মনিসহ অনেক নেতা-কর্মী বর্তমানে জেল হাজতে রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক, ১৯ অক্টোবর ২০২৪