Saturday, 01 August, 2015 04:27:15 PM
স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর :
চাঁদপুর শহরে জুয়ার আসর থেকে হাতেনাতে ৫ জুয়াড়িকে আটক করেছে চাঁদপুর গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হচ্ছেন স্ট্যান্ড রোডের সহিদুল আলম (৪৬), আকবর গাজী (৪১), বড় স্টেশন জামতলার কাশেম মিজি(৪৮), মাকসুদুল আলম (৩৫ ) উত্তর গুনরাজদির রফিকুল ইসলাম (৩৮)।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চাঁদপুর চৌধুরী ঘাট এলাকার আবাসিক হোটেল নিউ শ্যামলী থেকে এদেরকে আটক করা হয়।
শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে এদের প্রত্যেকে দু’শ টাকা হারে জমিমানা করে ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট দুলাল চন্দ্র সূত্রধর।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল সঙ্গিয় ফোর্স নিয়ে জুয়ার আসর থেকে তাদেরকে আটক করে চাঁদপুর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়।
চাঁদপুর টাইমস : এএইচ/ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি