Friday, 10 April, 2015 11:47:48 PM
স্টাফ করেপন্ডেন্ট :
চাঁদপুর শহরে একটি আবাসিক হোটেল থেকে বিপুল জাল নোটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় চেয়ারম্যান ঘাট এলাকার এশিয়ান আবাসিক হোটেলে পুলিশ এ অভিযান চালায়।
এরা হলেন- লক্ষ্মীপুরের রায়পুর এলাকার গিয়াস উদ্দিন রাজু (৩৫) ও গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার খসরু তালুকদর (৩৮)।
চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. ফিরোজ আলম জানান, সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে এশিয়ান আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। এ সময় হোটেলের ৪র্থ তলার ১৬ নম্বর কক্ষ থেকে ওই দুজনকে আটক করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই কক্ষের সোফার ফোমের ভিতর থেকে এক লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
চাঁদপুর টাইমস : এমআরআর/2015
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur