চাঁদপুরে পুরাতন বাসট্যান্ড এলাকায় ভাই ভাই আবাসিক হোটেলে সালাহউদ্দিন (২৫) নামে পরিচ্ছন্ন কর্মীর আত্মহত্যার করেছে। ৮ নভেম্বর শনিবার রাতে হোটেলের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, সালাহউদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। কাজের সূত্রে দীর্ঘদিন যাবত চাঁদপুরে অবস্থান করছিলো। দীর্ঘ কয়েক বছর ধরে চাঁদপুর গ্রীন হোটেলে বাবুর্চির কাজ করতেন, পাশাপাশি ভাই ভাই আবাসিক হোটেলে মজুরিতে পরিচ্ছন্নতার কাজ করতেন। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
আরো জানা যায়, গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, শুক্রবারে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে যান। সেখান থেকে এসে কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাতে ডিউটিতে না যাওয়ায় খোঁজ নিতে এসে দেখে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে।
খবর পেয়ে ঘটনাস্থলে চাঁদপুর মডেল থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
৯ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur