চাঁদপুর

চাঁদপুরে আবদুল করিম পাটওয়ারীর মৃত্যুবার্ষিকী পালিত

চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় সাবেক গণপরিষদ সদস্য ও চাঁদপুর পৌরসভার সফল চেয়ারম্যান,প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম আবদুল করিম পাটওয়ারীর ১৯তম মৃত্যুবার্ষিকী উপল‌ক্ষে মিলাদ ও দোয়া শহ‌রের তালতলাস্থ পাটওয়ারী বা‌ড়ি জা‌মে মস‌জি‌দে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার (২১ জানুয়া‌রি) বাদ আসর দোয়া ও মিলাদ অনুষ্ঠা‌নে বক্তব্য রা‌খেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. জিহাদুল ক‌বির, জেলা আওয়ামী লীগের সভাপ‌তি পৌর মেয়র না‌ছির উ‌দ্দিন আহমেদ, জেলা প‌রিষদ চেয়ারম্যান ওচমান গ‌ণি পাটওয়ারী। মরহুম আবদুল করিম পাটওয়ারীর জেষ্ঠ সন্তান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

এসময় উপ‌স্থিত ছি‌লেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মিজানুর রহমান, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মো. শওকত ওচমা‌ন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপ‌তি আব্দুর র‌শিদ সর্দার, সাংগঠ‌নিক সম্পাদক তাফাজ্জল হো‌সেন এসডু পাটওয়ারী, শাহীর হো‌সেন পাটওয়ারী, উপ প্রচার সম্পাদক আবু না‌ছের বাচ্চু পাটওয়ারী, সদস্য এম এ কুদ্দুস, আইয়ুব আলী বেপারী, এড‌ভো‌কেট সাই‌য়েদুল ইসলাম বাবু, এড‌ভো‌কেট ব‌দিউজ্জামান কিরন, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, মেয়র আসম মাহাবুবুল আলম ‌লিপন, কচুয়া উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান এড‌ভো‌কেট হেলাল উ‌দ্দিন, হাইমচর উপ‌জেলা আওয়ামী লীগ সভাপ‌তি মোতা‌লেব জমাদার, শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু, চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি শহীদ পাটওয়ারী, সা‌বেক সভাপ‌তি ইকরাম চৌধুরী, শরীফ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক জি এম শাহিন, চাঁদপুর পৌরসভার প্যা‌নেল মেয়র সি‌দ্দিকুর রহমান ঢালী, ‌জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়াত হোসেন বিল্লাল, রাজরাজেশ্বর ইউ‌পি চেয়ারম্যান হযরত আলী বেপারী, হানারচর ইউপি চেয়ারম্যান ছাত্তার রাঢ়ী।

দোয়া প‌রিচালনা ক‌রেন মাওলানা আব্দুস সালাম। দোয়া শে‌ষে উপ‌স্থিত সক‌লে মরহু‌মের কবর জিয়ারত ক‌রেন।

জেলা প্রশাসক বলেন, ‘মরহুম আবদুল করিম পাটওয়ারী চাঁদপুরের অনেক উন্নয়নে অবদান রেখেছেন। এই ধরনের মানুষের জন্ম বারবার হওয়া প্রয়োজন। মরহুম আবদুল করিম পাটওয়ারীর মত মহান ব্যাক্তিদের ত্যাগের বিনিময়ে আমরা সুন্দর বাংলাদেশ পেয়েছি। সুন্দর চাঁদপুর বির্নিমানে গুনিজনদের অনুস্বরন প্রয়োজন রয়েছে।’

বক্তারা বলেন, মরহুম আবদুল করিম পাটওয়ারীর ছিলেন সততা ও নিষ্ঠার উজ্জল দৃষ্টান্ত। তিনি রাজনীতির পাশাপাশি সমাজসেবাও করেছেন। তার মত লোকদের সমাজে অনেক অভাব রয়েছে।

স্টাফ করেসপন্ডেট
২১ জানুয়ারি,২০১৯

Share