চাঁদপুর মতলব উত্তর উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’প্রতিপাদ্য নিয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে একটি র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বটছায়ায় সভা কক্ষে আলোচন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।
ইউএনও শারমিন আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভুঞা, সহকারী শিক্ষা অফিসার মোজাম্মেল হক, ওয়ালীউল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, নাউরী আহমদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দলিল উদ্দিন, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চ:দা:) খায়ের হোসেন,দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি আছিয়া খাতুন, জেসমিন আক্তার, মোখলেছুর রহমান, শিক্ষক শ্যামল কুমার বাড়ৈ, কুমকুম আক্তার, নিলুফা ইয়াসমিন, নূরে আলম, এআর জ্যোতি আক্তার প্রমুখ’সহ আরো অনেকে। র্যালিতে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী বিভিন্ন রঙের প্লে কার্ড সহ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলার বটছায় মিলনায়তনে মতলব উত্তর উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ বলেছেন, ‘সাক্ষরতা অর্জন প্রতিটি মানুষের অধিকার। তাই প্রতিটি মানুষের সাক্ষরতা অর্জনের মাধ্যমে দেশ তথা বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে হবে। সব বয়সের নারী পুরুষ লেখা পড়া করার অধিকার রয়েছে। একমাত্র সাক্ষরতার ছায়া তলেই পারে সুখ শান্তি আনতে। সাক্ষরতার উন্নতি হলেই দেশের উন্নয়ন সম্ভব। এর জন্য চাই সর্বক্ষেত্রে ব্যাপক গণসচেনতা। সরকার নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে প্রানপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যবস্থাপনা কমিটি ও জনপ্রতিনিধিরা সচেতন হলে মতলব উত্তরকে নিরক্ষরমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।’
প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল