চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আজ ৮ মার্চ সকাল ১০ টায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন বিষয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল -‘করোনাকালের নারী নেতৃত্ব- গড়বে নতুন সমতার বিশ্ব ।’
চাঁদপুরেরর মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও স্থানীয় বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান । অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রোগ্রাম কর্মকর্তা কবিতা আকতার ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম , চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল পাটওয়ারী ,জেলা আওয়ামী লীগের মহিলা সভানেত্রী মাসুদা নুর খান ও সোনালী সুদিন সংগঠনের পরিচাললক এম এ হানিফ ও অন্যান্য ব্যাক্তিবর্গ।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় । প্রতিযোগিতার মধ্যে ছিল চিত্রাঙ্গন, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা।
বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘কেবলমাত্র নারী নেতৃত্বই করতে পারে সমতার বিশ্ব ।’
আবদুল গনি , ৮ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur