চাঁদপুর

চাঁদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপনে প্রস্তুতিসভা

আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন ।

সভায় ১৩ অক্টোবর আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় র‌্যালি, ১০ টায় আলোচনা সভা ও ভূমিকম্প মহড়া কর্মসুচি গ্রহণ করা হয় । এ ছাড়াও চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। চিত্রাংকন প্রতিযোগিতায় ‘প্রাকৃতিক দূর্যোগ ও ঘূর্ণিঝড়’ বিষয়ে চিত্রাংকন করতে হবে।

এছাড়াও উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তাগণও দিবসটিতে অনুরূপ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় আরোও বক্তব্য রাখেন,স্বাধীনাতা পুরস্কারপ্রাপ্ত ডা.সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সরকারি ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.প্রদীপ কুমার দত্ত, সদরের নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান , ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক ,সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শংঙ্কর চন্দ্র পাল,পুরাণবাজার ডিগ্রী কলেজের উপাধ্যাক্ষ রতন কুমার মজুমদার ও ডিবি কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৮:২০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

Share