চাঁদপুরে আন্তর্জাতিক কোর্স শেখাবে এআই কম্পিউটার একাডেমি
ইলিশের বাড়ি চাঁদপুরের আইটি সেক্টরকে আরো একধাপ এগিয়ে নিতে এবার চালু হয়েছে এআই কম্পিউটার একাডেমি। ২০ আগস্ট বুধবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজের উত্তর পাশে এ্যাপোলো আকবরি টাওয়ার এর ২য় তলা এলাকায় এর উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান ইকবাল হোসেন খান। অন্যান্য অতিথিগণের মধ্যে ছিলে সহকারী অধ্যাপক মোহাম্মদ মহসিন আরাফাত, প্রদর্শক জাকির হোসাইন, মোস্তাফিজ এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী কাজী মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম, এআই কম্পিউটার অ্যাকাডেমির পরিচালক এবং প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম নাসির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটই যথেষ্ট নয় চাকরির জন্য, কম্পিউটার জানা আবশ্যক, তাই কম্পিউটার শিখার জন্য চাঁদপুরে দক্ষ প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের প্রয়োজন।
চাঁদপুরের আইটি খাতকে বৈশ্বিক উপযোগী করতে বেশ কিছু কোর্স চালু করতে যাচ্ছে এআই কম্পিউটার একাডেমি। এরমধ্যে রয়েছে কারিগরি সার্টিফিকেটসহ কম্পিউটার ফান্ডামেন্টাল, অফিস অ্যাপ্লিকেশন এ+, কম্পিউটার অ্যাডভান্স, গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এবং প্রিন্ট অন ডিমান্ড এবং ড্রপ শিপিং।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম নাসির জানান ‘যেহেতু আমি দীর্ঘদিন আইটি ও ডিজিটাল সেক্টরে কাজ করে আসছি, পরিচিত সবাই আমার কাছে বিভিন্ন কোর্স করতে পরামর্শ চায় কিন্তু চাঁদপুরে যথেষ্ট দক্ষ মেন্টর পাওয়া যায় না। তাই নিজেই চাঁদপুরের মানুষকে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানে দক্ষ মেন্টরের সমন্বয়ে এআই কম্পিউটার একাডেমি শুরু করেছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, নাজিম উদ্দীন, নুরুল ইসলাম, কাউসার খান, মাহবুব আলম, তাজুল ইসলাম, রিশান রাকিব, মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ।
স্টাফ করেসপন্ডেট/ ২০ আগস্ট ২০২৫