চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন, সিসিডিএ (CCDA), জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ সেন্টার ও প্রবাসী কল্যাণ ব্যাংকের যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় হাসান আলী হাই স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিএ (CCDA) চাঁদপুর সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আলোচনা সভায় দিবসটির মূল প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবাসী কর্মীদের অধিকার সুরক্ষা, নিরাপদ অভিবাসন, বৈধ পথে বিদেশ গমন এবং প্রবাসী ও তাদের পরিবারের কল্যাণে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত ‘প্রবাস মেলা’য় অভিবাসীদের জন্য পাঁচটি স্টল স্থাপন করা হয়। মেলায় সিসিডিএ’র স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নাজমুল ইসলাম সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ। স্টল পরিদর্শনকালে নিরাপদ অভিবাসন বিষয়ে সিসিডিএ’র কার্যক্রম ও সচেতনতামূলক উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে গ্রুপ থিয়েটার ফেডারেশনের পরিবেশনায় ১৮১তম নাটক ‘ফ্রি ভিসার ফাঁদে’ মঞ্চস্থ হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এ সময় সিসিডিএ’ চাঁদপুর জেলা সমন্বয়ক নাজমুল আহসান, প্রজেক্ট অফিসার মো. শাহজাহান, চাঁদপুর সদর উপজেলা সমন্বয়ক নার্গিস আক্তারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিদেশে গমনেচ্ছুক নারী-পুরুষ এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১৮ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur