চাঁদপুরে আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে লুন্ঠিত মালামালসহ গ্রেপ্তার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
শনিবার ভোর রাতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি পিকআপ গাড়ি, ৬টি চাপাতি, ২টি স্টিলের লম্বা রড, ৩টি চোরা, ১টি কুড়াল ও ১টি কাটার মেশিন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন, মুন্সিগঞ্জ জেলার মোঃ রমজানের ছেলে শাহপরান (২৭), মোঃ মোখলেসের ছেলে শুভ (২৯), আব্দুল বাতেনের ছেলে মাহবুব হোসেন (২৯) ও দাউদকান্দি কাউয়াদি এলাকার আবুল কাশেমের ছেলে আমির হামজা (১৯)।
এর আগে চাঁদপুর সদর ও কচুয়ায় ডাকাতির ঘটনার সূত্র ধরে অভিযান চালিয়ে এই ডাকাত সদস্যদের গ্রেফতার করা হয়। এছাড়া ডাকাতির সাথে জড়িত বাকীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,১২ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur