Home / চাঁদপুর / চাঁদপুরে আন্তজেলা চোরচক্রের ৩ সদস্য আটক

চাঁদপুরে আন্তজেলা চোরচক্রের ৩ সদস্য আটক

চাঁদপুরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্যকে আটক করেছে। রোববার পৃথকভাবে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের এএসআই আহসানুজ্জামান লাবু তাদের আটক করে।

আটককৃতরা কচুয়া উপজেলার দেবপুর থানার গোলবাহার গ্রামের মুখলেছুর রহমানের পুত্র মো. জিসান আহমেদ (২৮), চাঁদপুর সদর উপজেলার উত্তর মৈশাদী গ্রামের সাইদুর রহমানের পুত্র তারিকুল ইসলাম ও শহরের ওয়ারলেছ এলাকার জাহাঙ্গির সরকারের পুত্র আল-আমিন সরকার।

রোববার দিনভর পৃথক অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের এএসআই আহসানুজ্জামান লাবু ওয়্যারলেস থেকে মাদক সেবনকালে জিসানকে আটক করে এবং তার সহযোগী সিএনজিচালক আল-আমিনকে চেয়ারম্যানঘাট এবং তারিকুলকে আদালতপাড়া থেকে আটক করে পরে তাদের চুরির মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট

 

||আপডেট: ০৬:৫৭ পিএম, ১৬ নভেম্বর ২০১৫, সোমবার

এমআরআর