সাবেক ফুটবলার প্রয়াত সুকময় ঘোষের স্মৃতি ও অঙ্গীকার ক্রীড়া চক্রের ২১ চছর পূর্তিতে আন্ত:প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১টায় চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যারল বনাম উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা পূর্বে উদ্বোধনী আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ ওচমান গণি পাটওয়ারী।
তিনি বলেন, ‘পড়ালেখার পাশাপাশি খেলা ধুলার বিকল্প নেই। যারা এর আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ভালো কিচু অর্জন করতে হলে, তার জন্য উৎসাহ দিতে হয়। আর তার কাজই করেছে অঙ্গীকার ক্রীড়া চক্র। যারা এখানে খেলতে এসেছো তোমরা প্রত্যেকেই ভালো খেলার চেষ্টা করবে। তোমরা এখান থেকে ভালো খেলে সামনে আরো এগিয়ে যাবে আশা করি।’
অঙ্গীকার ক্রীড়া চক্রের সভাপতি মো. কামরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুর বাশার, পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নাছির আহমে; চোকদার, উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজাহন সিদ্দিকি। এসময় উপস্থিত ছিলেন, অঙ্গীকার ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আশিষ কুমার সোম, সাংগঠনিক সম্পাদক পলাশ কুমার সোম, যুগ্ম সম্পাদক ফয়সাল মোল্লা, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম অনিক প্রমুখ।
: আপডেট, বাংলাদেশ সময় ১০:৫০ এএম, ২৯ আগস্ট ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur