চাঁদপুরে আগুন নিয়ন্ত্রণে : ফায়ার সার্ভিস কর্মীসহ গুরুতর আহত ৮

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১ টার দিকে ঘটে যাওয়া চাঁদপুর বঙ্গবন্ধু সড়কের আগুন রাত পৌনে ৩টার দিকে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীসহ আহত হয়েছেন ৮ জন।

আহতরা হচ্ছেন নুর মোহাম্মদ (২১) মো. রায়হান (২৩), মাসুদ (২৮), বাদশা মিয়া (৫০), মিজানুর রহমান (৫০) ঢাকা রেফার করা হয়েছে। মো. বেলাল ভূইয়া (৩৫), ফায়ার সার্ভিস কর্মী খোকন মজুমদার (৪০) ও মাহমুদ খান (২১)।

এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকিদের মধ্য থেকে ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন, অপরজন ফায়ার সার্ভিস কর্মী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চাঁদপুর উত্তর (নতুন বাজার), দক্ষিণ (পুরাণবাজার) ও হাজীগঞ্জ মিলিয়ে মোট ৬টি ইউনিট কাজ করেছেন বলে চাঁদপুর টাইমসকে জানিয়েছেন চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফারুক আহমেদ।

এক্ষেত্রে পানি ছাড়াও ৫০ ড্রাম ফোম ব্যবহার করা হয়েছে। (ফোম হচ্ছে তেলের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ব্যবহার করা এক ধরণের পদার্থ)

আগুনের সূত্রপাত সম্পর্কে প্রত্যক্ষদর্শী হিসেবে মোল্লা বাড়ির মাসুদ চাঁদপুর টাইমসকে জানায়, ‘তেলের ভাউচার থেকে মোটরের সাহায্যে তেল নেয়ার সময় হঠাৎ আগুন ধরে যায় এবং চারদিকে ছড়িয়ে পড়ে।’

স্থানীয় ক’জন জানান, চাঁদপুরে এটি সবচেয় বড় ও স্মরণকালের ভযাবহ আগুন।

ইতোমধ্যে খবর পেয়ে কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ফায়ার সার্ভিস উপ পরিচালক আবদুল মান্নান ঘটনাস্থলে আসতেছেন বলে জানিয়েছেন চাঁদপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা ফারুক আহমেদ।

আগের প্রতিবেদনগুলো দেখুন….

*তেলের সাথে আগুন ছড়িয়ে পড়ছে পানিতে : অকেজো ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

* চাঁদপুর বঙ্গবন্ধু সড়কে তেলের দোকানে আগুন (ভিডিওসহ)

*চাঁদপুরে আগুন নিয়ন্ত্রণে : ফায়ার সার্ভিস কর্মীসহ গুরুতর আহত ৮

: আপডেট, বাংলাদেশ সময় ৩:৩০ এএম, ১ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/02/anik-pic.jpg” ] প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক[/author]